বাকেরগঞ্জে তরমুজ চাষী হত্যা চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার 

বরিশাল  প্রথিনিধি:
বাকেরগঞ্জে তরমুজ চাষী বাহাদুর হাওলাদারকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি রুদ্র গাজীকে গ্রেফতার  করেছে থানা পুলিশ।
 ১২/৫/২০২৪ ইং রবিবার রাতে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার এএসআই পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরমুজ চাষী বাহাদুর হত্যা মামলার ১নং আসামি রুদ্র। রবিবার রাতে রুদ্র গাজী দুধলমৌ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার পরিকল্পনা করে  গোপন বৈঠক করছিল।
 গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রকে একটি চাকুসহ গ্রেফতার করেন। আসামি রুদ্র গাজী তরমুজ চাষী বাহাদুরের নিকট ২লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেয় গত ৪ মার্চ সন্ত্রাসী রুদ্র গাজীসহ ১০-১২ জন ধারালো অস্ত্র নিয়ে তরমুজ চাষি বাহাদুরকে হত্যার চেষ্টা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে। উন্নত চিকিৎসার জন্য বাহাদুরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাহাদুরের বড় ভাই মিলন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন।
থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, মামলা দায়েরের পর রুদ্র গাজী দীর্ঘদিন পালিয়ে ছিল। মামলার বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চেষ্টা মামলার আসামী রুদ্র গাজী গ্রেফতার * বাকেরগঞ্জে তরমুজ চাষী