শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

রাঙ্গামাটি লেকসিটি নার্সিং কলেজে আন্তর্জাতিক নার্স দিবস পালন

মিকেল চাকমা, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি লেকসিটি নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ১ম বারের মত আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ১২মে, রবিবার রাঙ্গামাটি  তবলছড়ি, ডিএসবি কলোনি অস্থায়ী  কলেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৪ পালন করা হয়। এ দিবসটি সারা পৃথিবীজুড়ে পালন করা হয়। এ বারের স্লোগান – “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ।  অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি।” দিবসটি ঘিরে  রচনা প্রতিযোগিতা আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন লেকসিটি নার্সিং  কলেজের  চেয়ারম্যান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য  সবির কুমার চাকমা, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
লেকসিটি নার্সিং ও মিডওয়াইফারি কলেজের প্রভাষক আব্দুল গফুর  জানান, কলেজটি ২০২২ সালে শুরু হয় এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৮ জন ছাত্র -ছাত্রী ভর্তি হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৪০টি আসনে ছাত্র -ছাত্রী ভর্তি অনুমোদন দিয়েছে। তন্মধ্যে ছাত্রী ৩২ জন এবং ছাত্র ৮ জন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আগামী ১৯/ ০৫/২০২৪ ইং থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।
তিন পার্বত্য জেলায় মধ্যে একমাত্র বেসরকারি লেকসিটি  নার্সিং ও মিডওয়াইফারি প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে  সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আন্তর্জাতিক নার্স দিবস পালিত * রাঙ্গামাটি লেকসিটি নার্সিং
সাম্প্রতিক সংবাদ