ভারতীয় ট্রাকে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা :
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশন এর নামে ভারতীয় পণ্যব্যাহী ট্রাক থেকে জিরো পয়েন্টে চাঁদাবজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে ভোমরা স্থলবন্দরের ৭টি সংগঠনের যৌথ সভা থেকে মানববন্ধন ও ধর্মঘটের ঘোষণা করা হয়েছে ।
রোববার (১২ মে) দুপুরে ভোমরা স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে ৪টি শ্রমিক সংগঠন ও দুটি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভা থেকে আগামী ১৫ মে সকাল ১১ টায় মানববন্ধন ও ১৬ মে ধর্মঘট কর্মসূচী ঘোষণা করা হয়। জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হযরানির প্রতিবাদে ঘোষিত কর্মসূচি সফল করতে যৌথ সভার নের্তৃবৃন্দ একমত পোষণ করেন।
আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশন এর সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি সভাপতি ফিরোজ হোসেন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর ধর্মবিষয়ক সম্পাদক ও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এইচ এম আরাফাত হোসেন, আমদানী ও রপ্তানীকারক এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মো. মোস্তাফিজুর রহমান নাসিম, মো. আক্তার হোসেন পানি ডা.সিনিয়র সহ সভাপতি মো. আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম,ভোমরা স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম ও মো. শামসুজ্জামান, নজরুল ইসলাম, ও মো. নিজাম উদ্দীন, আশরাফুল ইসলাম বাবলু ও মো. আসাদুল ইসলাম, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক বহুমুখী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. রমজান আলী প্রমূখ।
সভায় ভোমরা বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভোমরা বন্দরের জিরো পয়েন্টে আমদানিকৃত পন্যবাহী ভারতীয় ট্রাক থেকে ট্রাকপ্রতি ২০০ রুপি হারে চাঁদা আদায় করে আসছে সিএন্ডফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক মাকছুদ খান। গত বছর ২১ জুন ভোমরা স্থল বন্দরে ভারতীয় আমদানীজাত পণ্যবাহি ট্রাক থেকে দুইশো রুপি হারে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নামে চাঁদাবাজি শুরু হয়। ঐ দিন ভারতীয় ট্রাক ড্রাইভাররা চাঁদাবজির প্রতিবাদে কর্মবিরতি পালন করলে ৩ ঘন্টা আমদানী-রপ্তানি কার্যক্রম ব্যহত হয়। অযাচিত এই চাঁদাবাজির কারনে অভ্যন্তরীন বাজারে আমদানীজাত পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। ভোমরা আমদানী-রপ্তানিকারক এসোসিয়েশন চাঁদাবাজি বন্ধের দাবীতে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোনো প্রতিকার পায়নি। ফলে গত ৮ মাসে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্ট থেকে ৬২,১১৫টি ট্রাক থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা চাঁদাবাজি করা হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছে।
এক পর্যায়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে গত ১৩ ফেব্রুয়ারি কয়েক ঘন্টা চাঁদাবাজি বন্ধ থাকলেও অদৃশ্য শক্তির বলে পরদিন ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে ভোমরা স্থল বন্দরের জিরো পয়েন্টে ভারতীয় আমদানীজাত পন্যবাহি ট্রাক থেকে অদ্যবধি চাঁদা আদায় অব্যাহত রয়েছে। এতে ব্যবসায়ীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। অবিলম্বে এই চাঁদার টাকা তোলার প্রতিবাদে আগামী ১৫ মে মানববন্ধন ও ১৬মে ধর্মঘটের ঘোষণা দেন।