পাঁচবিবিতে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেফতার

জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে শাশুড়ি হত্যার ঘটনায় পুত্রবধূ মনি আক্তার নিলা (২০) কে জেলহাজতে পাঠিয়েছেন নিহতের স্বামী হাসান আলী  বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচবিবি থানা পুলিশ মনি আক্তার নিলাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে৷
মনি আক্তার নিলা হরেন্দা গ্রামের হাসান আলীর ছেলে রবিউলের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ১১মে সন্ধ্যায়  উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামে। নিহত রোকেয়া বেগম ওই গ্রামের হাসান আলী মন্ডলোর স্ত্রী ও আটক পুত্রবধু নিহত রোকেয়ার দ্বিতীয় পুত্র রবিউলের স্ত্রী। পুলিশ ও মামলার এজাহার সুত্রে জানা যায়, গত (১১মে) শনিবার  সন্ধ্যায়  মনি আক্তার নিলার (২০)  আড়াই বছর বয়সী  শিশু রুবাইয়া আক্তার তাসফিকে ভাত খাওয়ানোকে কেন্দ্র করে বউ শ্বাশুরীর মধ্যে কথা কাটাকাটি  হয় । এক পর্যায়ে পুত্রবধূ নিলা শাশুড়ি রোকেয়া বেগমকে মাথার চুল ধরে টানাহেঁচড়া করে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে শাশুড়ী  রোকেয়া  ঘরের দরজার চৌকাঠের উপর পড়ে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক ভাবে  তার বড় ছেলে ওবাইদুল ইসলামসহ পরিবারের স্বজনরা মহীপুর  উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক  তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন । সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় রোকেয়া বেগমের মৃত্যু হয় । এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, নিহতের স্বামী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।  পুত্রবধূ মনি আক্তার নিলাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * হত্যা