কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হলেন আকবর হোসেন মিঠু
চাটখিল প্রতিনিধি:
চাটখিলের দক্ষিণে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কড়িহাটি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা ৪ মে অনুষ্ঠিত হয়ছে। উক্ত ম্যানেজিং কমিটির সভায় নোয়াখালীর চাটখিল উপজেলার বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রিমিয়ার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আকবর হোসেন মিঠুকে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।
এতে নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ, চাটখিল উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার, বিভিন্ন সামাজিক সংগঠন ও চাটখিল কলেজ আ্যালামনাই আসোসিয়েশনের পক্ষ থেকেও আকবর হোসেন মিঠুকে শুভেচ্ছা জানানো হয়।
তিনি বাবার চাকুরির সুবাধে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ছিলেন দীর্ঘদিন। বসুরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ থেকে। বর্তমানে তিনি একই কলেজের আ্যালামনাই আযাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে গঠিত “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” একটি অরাজনৈতিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সহ-পদচারণা রয়েছে তার ।
এছাড়াও আকবর হোসেন মিঠু শিক্ষা, সামাজিক, গরীব, দুস্থ, হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, মসজিদ, মাদরাসা, এতিমখানাসহ সামাজিক কাজে রয়েছে অনেক অবদান।