শিরোনাম
চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «    যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে চন্দ্রপাড়া দরবার শরীফের ওরছ অনুষ্ঠিত   » «   

তীব্র তাপদাহের পর সৈয়দপুরে স্বস্তির বৃষ্টি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
তীব্র তাপদাহে যখন সৈয়দপুরের জনজীবনে হাসফাস অবস্থা তখন  আর্শীবাদ হয়ে এসেছে বৃষ্টি। শুক্রবার (১০ মে) সন্ধায় সৈয়দপুরে নেমেছে স্বস্তির বৃষ্টি। দিনভর তীব্র গরম শেষে গোধূলী লগ্নে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি ঝরেছে। তপ্ত প্রকৃতিকে নিমিষেই শীতলতায় ছেয়ে দিয়েছে।
সারা দেশে কয়েক ধাপে হিট অ্যালার্ট জারি ছিলো। এসময় সৈয়দপুরেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সারাদেশের মত এখানেও বৃষ্টি প্রার্থনায় আদায় করা হয়েছে সালাতুল ইসতিসকার নামাজ। গত প্রায় এক মাসেরও দীর্ঘ সময় ধরে সৈয়দপুর পুড়ছে তাপদাহে।
গত কয়েকদিন ধরেই সারা দেশে প্রখর তাপপ্রবাহ বইছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। আজ শুক্রবারও সৈয়দপুরে দিনব্যাপী প্রখর রোদ ছিল। বিকেলে হঠাৎ আকাশে আগমন ঘটে মেঘের। ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয় বেলা ৫টার পর। কিছুক্ষণ পর সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি রূপ নেয় স্বস্তির বৃষ্টিতে।
পৌনে এক ঘণ্টার মতো প্রশান্তির বৃষ্টি ভিজিয়ে দিয়েছে পুরো  সৈয়দপুরকে। সেই সঙ্গে অল্প পরিমাণে ছিল মেঘের গর্জন আর বর্জ্র ঝিলিক। টানা কয়েক দিন ধরে কাঠফাঁটা রোদ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে উঠা জনজীবনে এক ধরনের শীতলতার পরশ বইয়ে দিয়েছে। এই বৃষ্টিতে সৈয়দপুরবাসী প্রশান্তির লম্বা নিঃশ্বাস নিয়েছে। (ছবি আছে)
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সৈয়দপুর * স্বস্তির বৃষ্টি
সাম্প্রতিক সংবাদ