মেট গালায় শাড়িতে অনবদ্য লুকে আলিয়া

বার্তা বাহকঃ

‘মেট গালা ২০২৪’-এর সাদা-সবুজ কার্পেটে স্বপ্নের মতো রাজকন্যের সাজে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনেত্রীর গর্জিয়াস ট্র্যাডিশনাল লুক নিসন্দেহে আউট অফ দ্য বক্স। মে মাসের প্রথম সোমবার নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ বসেছিল ‘মেট গালা’র আসর। হলিউড এবং বলিউডের অনেক তারকা হাজির হয়েছেন এই অনুষ্ঠানে।

অনুষ্ঠান আরও উজ্জ্বল হয়ে ওঠে তারকাদের ঝলমলে সাজে। ফ্যাশনের সবচেয়ে বড় রাতের জন্য ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের হাতে তৈরি এমব্রয়ডারি করা শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। যার আঁচল ২৩ ফুট লম্বা। মেট গালায় এটা ছিল আলিয়া ভাটের দ্বিতীয় উপস্থিতি। ২০২৩ সালে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের আইকনিক সিঁড়িতে প্রথমবার পা রাখেন। তবে এই প্রথম এলেন তিনি শাড়িতে।

আনাইতা শ্রফ আদজানিয়া স্টাইল করা সব্যসাচীর তৈরি করা এই শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা, এমব্রয়ডারি করা একটি আঁচল। যা তৈরি করতে সময় লেগেছে ১৯৬৫ ঘণ্টা। এতে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা হয়েছে, যা সম্পূর্ণ হাতে তৈরি। সঙ্গে রয়েছে গোলাপি এবং সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এগুলিও কিন্তু হাতেরই কাজ। ১৬৩ জন শিল্পীর অক্লান্ত পরিশ্রমের ফল এই শাড়ি। এই শাড়ির অন্যতম আরেক আকর্ষণ হল সামনের দিকে থাকা রাফলড প্লিট। শাড়ির মতো আলিয়ার ব্লাউজটিও রাজকীয়। পিছনে বো-এর মতো নকশা করা বাস্টিয়ার ব্লাউজেও রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। শাড়ি পরা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন আলিয়া।

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আলিয়ার ছবিতে প্রশংসা করে লিখেছেন, ‘রানি’ সঙ্গে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি। জাহ্নবী কাপুর কমেন্টে লিখেছেন, ‘উন্মাদনা উন্মাদনা উন্মাদনা’। ওরি, শান্তনু মহেশ্বরী, জোয়া আখতার, শর্বরী ওয়াঘ, ইয়াসমিন কারাচিওয়ালা সহ আরও অনেকে আলিয়ার পোস্টে ভালোবাসা উজাড় করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আলিয়া ভাট * বলিউড * মেট গালা
সর্বশেষ সংবাদ