নড়াইলে ডাকাতি মামলার ৫বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার (৫০) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি সালাম সরদার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের সামাদ সরদারের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে,সোমবার (৬ মে) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ ইতনা গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে । এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় সোমবার বলেন, ডাকাতি মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম সরদার কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।