শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

 জবি প্রতিনিধি:
চতুর্থবারের মতো দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়।
গুচ্ছ  সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত সুষ্ঠু ও নির্বিঘ্নে বি ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অসংগতি পাওয়া যায়নি। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছিল। এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসে। এই ইউনিট আবেদন করেন ৯৪ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও এর আওতায় থাকা উপকেন্দ্রগুলোতে (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, মতিঝিল গর্ভমেন্ট গার্লস হাই স্কুল এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ) ১৯ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। তন্মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২,৩৫২ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়।
কেন্দ্রের ভিতরে পরিক্ষার্থীদের পানি সরবরাহ, হল চিনিয়ে দেওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য সাহায্য সহযোগিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ও বিএনসিসি।  নির্বিঘ্নে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাদেকা হালিম জানান, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। কিছু শিক্ষার্থী দেরি করে আসলেও তাদের প্রবেশে কোন সমস্যা হয়নি। পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত ২৭ এপ্রিল গুচ্ছ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ। আগামী ১০ মে গুচ্ছ ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গুচ্ছ * ভর্তি পরীক্ষা
সাম্প্রতিক সংবাদ