শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

দেড় কোটি টাকা ক্ষতি: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার রামদয়াল বাজারে গত ২১ এপ্রিল রবিবার দিবাগত রাতে দশটি দোকান ঘরে আগুন দিয়ে ভস্মীভূত করে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে চারটি ফার্মেসী, একটি মোরগের দোকান, দুটি চা দোকান, একটি ভূষা মালের আড়ৎ, একটি সেলুন দোকান ও হাফিজিয়া মাদ্রাসাসহ মোট দশটি দোকান ঘর পুড়ে যায়।
ব্যবসায়ীরা জানান- পুড়ে যাওয়া দোকান ঘরের স্থানে পুনরায় ঘর তুলতে গেলে স্থানীয় ৬ নং চর আলগি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নৌকার বিপক্ষে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত সাঈদ আলী মনু বাধা দেয়। শুধু তাই নয়, হয়রানির উদ্দেশ্যে উল্টো মামলাও করেন মনু। শাহিদ আলী মনু দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলসহ একাধিক দোকান ঘর দখল করেছেন বলে স্থানীয়রা জানান।
সাইদ আলী মনুর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত দোকান মালিক, ভাড়াটিয়াসহ রামদয়াল বাজারের সর্বস্তর গণমানুষ বিক্ষোভ করে ও তার বিচার চেয়ে মানববন্ধনসহ নানা স্লোগান দিতে থাকে। পুড়ে যাওয়া দোকান ঘরের মালিক সোহেল রানা বলেন- ‘মনু আগুন লাগিয়ে আমাদের ঘর দখল করার চেষ্টা করছে। সে এমনিভাবে আরো কয়েকজনের দোকান দখল করেছে।’ নাম প্রকাশ না করা শর্তে এক ভাড়াটিয়ার স্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন- ‘তাদের দোকানের সকল মালামাল পুড়ে যাওয়ায় তারা রাস্তায় বসে গেছেন। তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন আর রইল না। তিনি অভিযুক্ত মনুর বিচার চেয়েছেন।
শুক্রবারে জুমার নামাজ পড়তে গেলে ব্যবসায়ীরা এই ফাঁকে তিন দোকানের পিছন দিয়ে টিন কেটে দোকানে ঢুকে মোট ৭২ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা। দোকান পুড়িয়ে, দোকান ঘরে চুরি করে ব্যবসায়ীদের বারবার ক্ষতি করার যে হীন মন মানসিকতা তৈরি হয়েছে রামদয়াল বাজারে এর থেকে ব্যবসায়ীরা নিস্তার চান এবং মনুর দায়েরকৃত মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত মামলার হয়রানি থেকে রেহাই চান তারা। অভিযুক্ত সাইদ আলী মনুকে একাধিকবার কল করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোসলেহ উদ্দিন বলেন-‘আমরা খবর পেয়েছি, এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আগুন * লক্ষ্মীপুর
সাম্প্রতিক সংবাদ