শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সদরপুরে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে মারপিট, হাসপাতালে ভর্তি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূ অপু (১৯) কে মারধরের ঘটনায় গৃহবধূ অপু বর্তমানে  সদরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপু একই গ্রামের ছত্তার মুন্সির পুত্র রুবেল মুন্সির স্ত্রী। ২২ এপ্রিল সোমবার সকালে অপুর শশুর বাড়িতে এই মারপিটের   ঘটনা ঘটে।
আহত গৃহবধূ অপুর শাশুড়ী এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন যে, গত কয়েক বছর ধরে প্রতিপক্ষ মজিদ মুন্সির পুত্র ছায়েম মুন্সির সাথে বাড়ির জমাজমি নিয়ে দ্বন্দ চলে আসছে। সেই দ্বন্দের জের ধরে প্রতিপক্ষ ছায়েম মুন্সি সম্প্রতি জাতীয় নির্বাচনের পরের দিন আমাদের বসত বাড়ির একটি ঘর ভেঙ্গে গুরিয়ে দেয়। এবং গত ২ দিন পূর্বেও আমাদের আরেকটা ঘর ভেঙ্গে দেয়। ঘটনার দিন ( ২২ এপ্রিল সোমবার)  সকালে গৃহবধূ অপু রান্না করার সময়ে প্রতিপক্ষ সায়েম মুন্সি ও তার স্ত্রী কন্যা মিলে অপুকে অকথ্য ভাষায় গালাগালি করে অপুর বুকে লাথি মেরে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। তখন অপু প্রতিবাদ করতে গেলে সায়েম মুন্সির নির্দেশে স্ত্রী ফরিদা ও কন্যা অন্তরা মিলে অপুকে মারপিট করে। এতে অপু অসুস্থ হয়ে পরলে তাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে গৃহবধূ অপু  ১৯ নং মহিলা বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন গৃহবধূ অপু জানান, প্রতিপক্ষ ছায়েম মুন্সি প্রায়ই আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে আমার শশুরের পৌত্রিক বাড়ি ছেরে দিয়ে  চলে যেতে বলে। আমরা গরীব তাই এর কোন প্রতিবাদ করতে শাহস পাইনা।
এলাকার মাতুব্বরদের কাছে অভিযোগ করলে তারা আমাদের বাড়ির জমি মেপে দিবে বললেও আজ কাল করে আর সমাধান করে দেননি। বিধায় প্রায়ই প্রতিপক্ষ ছায়েম মুন্সি আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অকথ্য ভাষায় গালাগালি করে আসছে। ব্যাপারটি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য অপু ও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গৃহবধূকে মারপিট
সাম্প্রতিক সংবাদ