মানিকগঞ্জের শিবালয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা 

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে শিবালয় অনুষ্ঠিত হলো দিনব্যাপী মনোমুগ্ধকর লাঠি খেলা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ দেখা দেয়।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে অন্বয়পুর পপুলার স্পোটিং ক্লাবের উদ্যোগে  খেলাটি আয়োজন করা হয়। দুপুর থেকেই শিবালয় মডেল ইউনিয়নে অন্বয় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে লাঠি খেলাটি দেখতে দর্শনার্থীরা উপস্থিত হন।
ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠিয়ালরা  অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। সাথে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে হাজারো দর্শনার্থীরা উৎসাহ যোগায় খেলোয়াড়দের।
লাঠি খেলার প্রবীণ উস্তাদ আলী জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আমরা ৪০বছর যাবৎ নতুন লোকদের প্রশিক্ষণ দিয়ে খেলোয়ার তৈরী করে প্রতিবছরই আমাদের এলাকায় খেলা উপস্থাপন করে থাকি। অর্থাভাব থাকায় আরো উন্নত ভাবে খেলা শিক্ষা দিতে পাচ্ছি না।
আগামী দিনগুলোতে সরকারি সহযোগীতা না থাকলে এই খেলাটি হারিয়ে যাবে। গ্রামীন ঐতিহ্যবাহী লাঠি খেলাকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার দাবী তাদের।
উপজেলার অবন্বয়পুর পপুলার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত লাঠিবাড়ি খেলায় কুষ্টিয়ার কুমার খালীর বাঁধ বাজার লাঠিয়াল বাহিনীর দু’টি দলের অন্তত ৫০ জন খেলোয়াড়। খেলায় প্রধান আকর্ষণ ছিল মহিলা লাঠিয়াল। তার লাঠির কসরত দেখে দর্শনার্থীদের হাতে তালিতে মুখরিত হয় খেলার মাঠ।
অবন্বয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এম জাহিদ। লাঠি খেলার উদ্ধোধক ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, শিবালয় থানা ওসি (তদন্ত)পুলিশ পরিদর্শক  রনজিৎ সাহা, যুগ্ন সম্পাদক, আলী আহসান মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান, রুনা আক্তার। মাইশা হোসেন তামান্না, গোলাম মোস্তফা চৌধুরী, দেবাশীষ ঘোষ জয়, নাজমুল হাসান মিম প্রমুখ। লাঠি লাঠি খেলা সার্বক তত্বাবধানে ছিলেন শিবালয় মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ আলাল উদ্দিন আলাল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ * মানিকগঞ্জের শিবালয়
সর্বশেষ সংবাদ