ঈদের তৃতীয় দিনে কুয়াকাটায় পর্যটকের ঢল

বরিশাল ব্যুরোঃ

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ঢল নেমেছে। শুক্রবার (১৩ এপ্রিল) সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক।

বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। আগত নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।

হোটেল মালিকরা জানান,আজকে কুয়াকাটায় পর্যটকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করেছি। আমাদের হোটেলে ২০-৩০ শতাংশ ডিসকাউন্ট দিয়ে বুকিং নিয়েছি। তবে স্থানীয় লোকজন থাকায় শত ভাগ রুম বুকিং হয়নি।’

বরিশাল থেকে আসা পর্যটক নুজাত সুবাহ জানান ‘আজকে বাইরের পর্যটক কম, তবে বেশির ভাগই বরিশাল বিভাগের মনে হচ্ছে।’

ঢাকা থেকে আসা ফেরদাউস সিথি দম্পত্তি বলেন, ‘ঈদের ছুটিতে আমরা পরিবারসহ কুয়াকাটা ঘুরতে এসেছি। কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখলাম বেশ ভালোই লেগেছে। আগের তুলনায় কুয়াকাটার যাতায়াত ব্যবস্থা এখন খুবই ভালো।’

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ জানান, ‘হোটেলের প্রায় ৮০ শতাংশ রুম বুক হয়ে গেছে। পর্যটকদের সেবায় আমরা সর্বোচ্চ নজরদারি করছি, যাতে পর্যটকরা কোনোভাবে কষ্ট না পায়।’

মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আজকে পর্যটকের উপস্থিতি ভালো। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা, মহিপুর থানা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম প্রস্তুত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সর্বশেষ সংবাদ