বিরোধ নিরসনে এবার জেলা সফর করবেন আ. লীগ শীর্ষ নেতারা

বার্তা বিভাগঃ

কৌশলগত কারণেই দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে নেতা-কর্মীদের উৎসাহ দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে দলে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে ধারণা ছিল না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের।

এবার দলের এসব বিরোধ নিরসনে বিভাগীয় মত বিনিময় সভা শেষে জেলায় জেলায় সফর শুরু করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের যে বিরোধ চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই দলকে বিভক্ত করছে—এই বিবেচনায় দেশব্যাপী বিরোধ নিষ্পত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

যে ৬২টি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নৌকার প্রার্থীকে পরাজিত করেছিল সেসব আসনে দলের বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে অন্তর্কোন্দল।

নির্বাচনের পরপরই দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংঘাত এড়াতে সংশ্লিষ্টদের বার্তা দেন। কিন্তু থেমে থাকেনি সংঘাত। এ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, গণভবনে সবাইকে ডেকে নেওয়া হয়েছে। সবার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন। স্বতন্ত্রও তো আওয়ামী লীগ, বাইরের কেউ না। সেক্ষেত্রে কোনো সংঘাত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সংসদ সদস্যের পদটি চালাতে হবে। মাথা গরম করা চলবে না। নৌকার মানুষদের, নেতা-কর্মীদের প্রতিপক্ষ ভাবা যাবে না। তাহলে সমস্যা। কিছু কিছু জায়গায় আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। স্বতন্ত্র প্রার্থী নৌকা বিদ্বেষী হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

নেতারা বলছেন, বিভাগীয় মতবিনিময় সভা শেষে গুরুত্ব অনুযায়ী এলাকা নির্দিষ্ট করে স্থানীয় নেতাদের সঙ্গে বসতে সফর শুরু করবেন কেন্দ্রীয় নেতারা। দল শিগগিরই চূড়ান্ত করবে এ কর্মসূচি।

সংঘাতে লিপ্ত হলে ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ার করে আহমদ হোসেন বলেন, পার্টি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে- এসব ঘটনায় কেউ সংঘাতে লিপ্ত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের চাওয়া, অনাকাঙ্ক্ষিত বিরোধের কারণে উপজেলা নির্বাচনে দল যেন ক্ষতিগ্রস্ত না হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আ. লীগ শীর্ষ নেতারা * বিরোধ নিরসন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ