শিরোনাম
জামায়াত ইসলামীর প্রতি রিজভী প্রশ্ন: আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, স্বাধীনতায় আপনাদের ভূমিকা কি ছিল?   » «    শওকত ওসমান: বৈষম্যবিরোধী এবং মানবতার আলোকবর্তিকা   » «    গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা   » «    সাদ্দাম হলের অব্যবস্থাপনায় ভোগান্তি শিক্ষার্থীদের   » «    রাজধানীতে বেড়েছে শীতের দাপট, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে   » «   

গাইবান্ধায় অসহায় মানুষের পাশে পুনাক মানবিক সভানেত্রী মাহবুবা আক্তার

গাইবান্ধাঃ
গাইবান্ধায় পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে  পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পত্নী মাহবুবা আক্তারের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ এপ্রিল( রবিবার) গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুল মাঠে পরিচ্ছন্নতাকর্মীসহ নিন্ম আয়ের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী মাহবুবা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন পুনাক এর সহ- সভানেত্রী রিফা ফায়িযাহ্সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল-মামুন,(টিআই) মটরযান শাখার হেলাল উদ্দিন,আরআই সহ অন্যান্য পুলিশ সদস্যগণ ৷
এ সময় পুনাক সভানেত্রী বলেন, আমাদের সামান্য সামর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও (পুনাক) গাইবান্ধার এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পুনাক * সভানেত্রী মাহবুবা আক্তার
সাম্প্রতিক সংবাদ