শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

গুম হওয়া পরিবারের পাশে সাবেক ফুটবলার ও বিএনপি নেতা আমিনুল হক

স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর  উপলক্ষে বিএনপির গুম হওয়া পরিবারে থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলমে, পল্লবী থানা  ছাত্রদলের যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম তারা, নিহত শহীদ মকবুলের পরিবারের  পাশে দাঁড়ালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। মঙ্গলবার  দুপুরে তাকে কাছে পেয়ে অশ্রুসিক্ত হয়ে যায় গুম  হওয়া তিন পরিবারের সদস্যরা  । এ সময় তাদের সান্ত্বনা দেন আমিনুল হক।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এই ঈদুল ফিতরের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আরেকটি কথা আপনাদের বলে রাখি সেটি হচ্ছে  আপনারা যারা গুম হওয়া পরিবার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে ইফতার করব। তারেক রহমান সব সময় আপনাদের সাথে আছে এবং সবসময় আপনাদের খোঁজ খবর রাখে।
তিনি আরো বলেন, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ এটার ফয়সালা করবে। এই জালিম সরকারের পতন অবশ্যই ঘটবে। আমরা সব সময় আপনাদের পাশের পাশে আছি। আমাদের স্থানীয় নেতা কর্মীরাও আপনাদের পাশে থাকবে সবসময়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আমিনুল হক * গুম হওয়া পরিবার
সাম্প্রতিক সংবাদ