শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বাকেরগঞ্জে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের খরের গাদায় অগ্নিসংযোগ

বরিশাল  প্রতিনিধি:
 বাকেরগঞ্জে পূর্ব শত্রুতা দমন করতে  নিজের খরের গাদায়  অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।
 ৩/৪/২০২৪ ইং বুধবার রাত সাড়ে ১০ টার দিকে  উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ বিষয়ে  পুড়ে যাওয়া খরের গাদার ভুক্তভোগী মোঃ রুহুল সিকদার তার চাচা মোঃ জাকির খানের দিকে অভিযোগের তীর ছুড়ে দিলেও স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। ঘটনার রাতে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ জাকির হোসেন খান তার নিজের বসতঘরেই ছিলেন। বাড়ির সামনে রুহুলের খর কুটার গাদায়  আগুন লেগেছে জানতে পেরে তিনি ও তার স্ত্রী ঘরের বাহিরে গিয়ে স্থানীয়দের সঙ্গে আগুন নিভানোর চেষ্টা করেন। অথচ ভুক্তভোগী রুহুল সিকদার স্থানীয়দের ডাকচিৎকার শুনেও অনেক সময় পর ঘর থেকে বের হয়।
স্থানীয় মোঃ আলম সিকদার, ফারুক সিকদার ও আলতাফ সিকদার জানান, জাকির সিকদার ও তার ভাতিজা রুহুল সিকদারদের সাথে পূর্ব থেকেই জমি জমার বিরোধ চলছে। এনিয়ে বিগত দিনে রুহুল তার চাচাকে জাকিরকে একাধিকবার লাঞ্ছিত করেন।তারা আরও বলেন, জাকির শিকদার একজন ভালো মানুষ। তার মত লোক অন্যের খরের গাদায়  অগ্নিসংযোগ কেন করবে। তিনি এলাকায় মসজিদ নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, গভীর নলকূপ  ও অজুখানা নির্মাণসহ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন। অভিযোগের বিষয়ে জাকির সিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পূর্ব শত্রুতা ঘায়েল করতে রুহুল সিকদার নিজের খর কুটার গাদায়  অগ্নিসংযোগ করে এ বিষয়ে অভিযুক্ত ব্যাক্তিদের বক্তব্য নিতে চাইলে মুঠোফোনে একাধিকবার চেষ্টা ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাদায় অগ্নিসংযোগ
সাম্প্রতিক সংবাদ