শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

বেনাপোল সীমান্ত পরিদর্শন বিজিবি মহাপরিচালকের

বেনাপোল প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বিজিবির মহাপরিচালকের দায়িত্বভার গ্রহনের পর প্রথম যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করলেন।
ঢাকা থেকে বিমানযোগে তিনি বুধবার (৩ এপ্রিল) সকালে যশোর বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের কবরে পুস্পস্তবক অর্পন, গার্ড অব অনার প্রদান এবং ১০০ গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এরপর বিজিবি মহাপরিচালক যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনস্থ বেনাপোল চেকপোস্ট সীমান্ত পরিদর্শন করেন। এসময় তিনি পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফের মধ্যে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়, মিষ্টি উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফ্রন্টিয়ারের আইজি এ কে আরিয়া বিজিবি মহাপরিচালককে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির মহাপরিচালক উপস্থিত বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস ঘুরে ঘুরে দেখেন। শেষে তিনি খুলনা ২১ বিজিবির আওতাধীন পুটখালী বিজিবি ক্যাম্প এবং পুটখালী চরের মাঠ বিওপি পোস্ট পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে যশোরের উদ্দেশ্যে রওনা দেন।
সীমান্ত পরিদর্শনকালে তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির, লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি, লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথুসহ বিজিবি যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ন ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * খাদ্য সামগ্রী বিতরন * বিজিবি মহাপরিচালক * সীমান্ত পরিদর্শন
সাম্প্রতিক সংবাদ