ব্রাহ্মণপাড়ায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন সৈয়দ ফারহানা পৃথা
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসাবে সৈয়দা ফারহানা পৃথা যোগদান করেছেন।
গত রোববার (৩১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও এ উপজেলায় তিনি দায়িত্ব বুজে নেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানায়। এর পূর্বে তিনি গত বৃহস্পতিবার (২৮ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণপাড়ার এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।
জানা গেছে, সৈয়দা ফারহানা পৃথা ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি পার্বত্য রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয় একই পদে ব্রাহ্মণপাড়া উপজেলায় যোগদান করেন।
এসিল্যান্ড সৈয়দা ফারহানা পৃথা মাদারীপুর জেলা সদরের বাসিন্দা। তিনি নবাগত এসিল্যান্ড হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।