ইফতারে খেতে পারেন অন্যরকম ডেজার্ট ‘স্টিকি ডেট পুডিং’

রমজান মাসে ইফতারে খেজুর খায় না এমন মানুষ খুব কমই আছে। সাধারণত প্রায় সবার বাড়িতেই এই একমাস খেজুর থাকে। চাইলে এই খেজুর দিয়ে নানারকম ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন ইফতারের জন্য। এটি এমন এক উপাদান যা বিভিন্ন ডেজার্ট তৈরীতে ব্যবহার করা যেতে পারে।

এবার চলুন সেরকমই এক ডেজার্ট স্টিকি ডেট পুডিং তৈরীর রন্ধন প্রণালী সম্পর্কে জানা যাক।

উপাদান : 

চেলে নেওয়া ময়দা এক কাপের ৩/৪ অংশ
বেকিং সোডা এক চা চামচ
ফুটন্ত পানি আধা কাপ
মাখন ১২৫ গ্রাম
ব্রাউন সুগার এক কাপ
ভ্যানিলা এসেন্স এক চা চামচ
ডিম দুইটি
খোসা ছাড়িয়ে কুঁচি করে কাঁটা খেজুর ২৫০ গ্রামক্যারামেল সসের জন্য :
ব্রাউন সুগার এক কাপ
ঘন ক্রিম ৩০০ মিঃলিঃ
ভ্যানিলা এসেন্স আধা চা চামচ
মাখন ৬০ গ্রাম

যেভাবে তৈরী করবেন 

ওভেনে একটি কেক প্যান ১৮০ ডিগ্রিতে প্রিহিট করে নিন। একটি পাত্রে খেজুর এবং বেকিং সোডা নিয়ে তাতে ফুটন্ত গরম  পানি ঢেলে দিন। এভাবে ২০ মিনিট রাখুন।

মিশ্রণটি ওভেনে ৩০-৪০ মিনিট বেক করুন। এবার ক্যারামেল সসের জন্য একটি সসপ্যানে প্রয়োজনীয় সকল উপাদান ঢালুন। চুলার আঁচ মাঝামাঝি রেখে উপাদানগুলো ভালো করে নেড়ে মেশাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। ওভেনে বেক হয়ে আসা পুডিংয়ের ওপর তৈরি করে রাখা ক্যারামেল সস ছড়িয়ে দিন।এরপর ১০ মিনিট সেট হওয়ার জন্য রাখুন। এভাবে খুব সহজেই তৈরী হয়ে যাবে স্টিকি ডেট পুডিং।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ‘স্টিকি ডেট পুডিং’ * অন্যরকম ডেজার্ট
সর্বশেষ সংবাদ