শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

নির্বাচনী আসনে ফিরেই এলাকা পরিদর্শনে সংসদ নিগার

 

গাইবান্ধাঃ

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর ঢাকা থেকে ফিরে নির্বাচনী আসন সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

সংসদ নিগার বেলা ১১ টায় সুন্দরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার আয়োজনে ইদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে, নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিদর্শনে যান।

দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ নিগার। পরিদর্শন কালে দেখা যায়, সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরকে দেখতে পাড়া ও গ্রামের মহিলারা ছুটে আছেন।

নিগারের এলাকা পরিদর্শন বলে দেয়, নিগার মানেই জনগণ। নিগার আসনের যে স্থানেই পরিদর্শনে যাচ্ছেন, সেখানেই গণমাধ্যমের চোখে পড়ে হাজার হাজার জনতার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরের গণসংবর্ধনা * সংসদ সদস্য
সাম্প্রতিক সংবাদ