সুন্দরগঞ্জে খুনের আসামি গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে দিনের বেলা বাড়িতে প্রবেশ করে খুন, খুনের ৭ দিন পেরিয়ে গেলেও খুনিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গত শনিবার সকালে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার নামক স্থানে স্থানীয় জনতা আজিজুল হকের খুনিদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধা টু সুন্দরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত করেন।
গত ২৫ মার্চ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া মৌজার মৃত কাচু মিয়ার ছেলে আজিজুল হকের বাড়িতে প্রবেশ করে প্রকাশ্য দিবালোকে খুন করেন, খুনিরা একই গ্রামের সিদ্দিক মিয়া (৩৫) ফারুক আকন্দ (৩৮) সাইফুল ইসলাম রাজু (৩৭)।
আসামিদের মধ্যে দুই নারী আসামি গ্রেফতার করলেও খুনের মূল হোতাদের গ্রেফতার করতে না পারায় স্থানীয় জনতা সড়ক অবরোধ কর্মসূচি পালিত করেছেন।
অবরোধ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আলোচিত ঘটনার আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি, আমরা কার উপর ভরসা করবো। আমরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে খুনের ৬ দিন পর অবরোধ কর্মসূচির ঢাক দিতে বাধ্য হয়েছি।
তার পরে-ও যদি খুনিদের দ্রুত গ্রেফতার করা না হয়, আগামীতে মানববন্ধন কর্মসূচির ঢাক দিবেন। পরে ঘটনা স্থলে পুলিশ পৌঁছালে এ ব্যাপারে সাংবাদিকদের কিছুই জানাননি।