বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে সদস্যের সংবাদ সন্মেলন
বরিশাল প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্হা এনে সংবাদ সন্মেলন করেছে পরিষদের সদস্যরা। ৩০/৩/২০২৪ ইং শনিবার বেলা ৩ টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাব মিলনায়তনে বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ করে অনাস্থা এনে সদস্যরা এই সংবাদ সন্মেলন করেছে।
সংবাদ সন্মেলন বিভিন্ন অভিযোগের লিখিত বক্তব্য পড়ে শোনান ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মুসা আলী খান। এর আগে অভিযোগের অনুলিপি কপি বরিশালের বিভাগীয় কমিশনার, জেলাপ্রশাসক, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন অফিসে দেওয়া হয়।
সংবাদ সন্মেলনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান নুরে আলম বেপারী ভিজিডির বরাদ্দকৃত চালের আত্মসাৎ করেছেন। ত্রানের টিন,কাবিখা, কাবিটার জন্য বরাদ্দের টাকা আত্মাসাৎ সহ পরিষদ ভবন সংস্কারের ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও প্রতিটি গভীর নলকূপ বসানোর জন্য ৩৫ হাজার টাকা করে ২০২১ সালে ১৩ টি ২০২২ সালে ১৪ টি এবং ২০২৩ সালে ১৩টি নলকূপের টাকা আত্মসাৎ করেছেন। খাস জমি জাল দলিল করে সেখানে চারতলা ভবন নির্মাণ করেছেন। ঐ ভবনে একটি গোপন কক্ষ রয়েছে সেখানে ইউপি সদস্য সহ সাধারণ জনগনকে ডেকে নিয়া ভয় ভীতি দেখানো হয়। গরীব লোকদের জমি দখল করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটের ভাটা করেছে।
অবৈধ ভাবে গড়ে তোলা বিভিন্ন সম্পদের মালিক ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী চেক জালিয়াতি সহ নানা অপকর্মে জড়িত বলে সংবাদ সন্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সন্মেলনে ব্যাপারে চেয়ারম্যান নুরে আলম বেপারীর সাথে মোবাইলে যোগাযোগ চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনাস্থার অভিযোগে বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমানের সাথে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে সমস্যা উদঘাটন করে সমাধানের করা হবে।