শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মধ্যনগরে ৪০ প্রহরব্যাপী সংকীর্তনের শেষ দিনে গৌরভক্তের ঢল

(মধ্যনগর) সুনামগঞ্জ:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ৪৪ বছর যাবৎ হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনের ৫ম দিনে গৌর ভক্তগনের ঢল নেমেছে। প্রতি বছরের ন্যায় দোল পূর্ণিমা তিথিতে ৮২ গ্রাম সমন্বিত একমাত্র মধ্যনগর এর ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ জিউর আশ্রমে ৫ম দিনের ৪০ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন দিনে গৌর ভক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও মহাপ্রসাদ গ্রহণের মধ্যে সাফল্য মণ্ডিত হয়েছে সংকীর্তন অনুষ্ঠান।

৫দিনের সংকীর্তন উপলক্ষ্যে কয়েকটি জেলা থেকে মিলন ঘটে অজস্র শ্রোতা ভক্তের। পাশাপাশি বসে হরেক রকমারি উপকরণ নিয়ে বিশাল মেলা। মেলায় অংশ নিচ্ছেন সকল শ্রেণীর জনমানুষ। ৩০শে মার্চ সূর্যোদয়ের সাথে দধির ভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে সমাপ্তি হবে ৪০প্রহর মহোৎসবের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গৌরভক্তের ঢল * সংকীর্তন
সাম্প্রতিক সংবাদ