শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচি কার্যক্রম শুরু করেন। এর আগে শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে প্রধান অতিথি দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ ইসলাম সহ প্যারেড পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আনিসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: পারুল বেগম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিয়াউর রহমান মানিক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা: নুরে এ শেফা ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
সাম্প্রতিক সংবাদ