স্বাধীনতার ৫৪ বছরে আমার বাংলাদেশ 

ফাইয়াজ ফায়েল
একটি কালো রাত শেষে রক্তাক্ত ভোরে রচিত হয়েছিলো আমার স্বাধীনতার অঙ্গীকারপত্র। আমার বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পা দিলো আজ। ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছাড়লে মুক্তি মেলেনি বাংলার মানুষের। জীবন ছিল পাকিস্তানি শেকলে বাঁধা।
একটি জাতিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করে অন্ধকারে নিমজ্জিত করার শেষ অপচেষ্টায় নেমে নৃশংসতার চরম পর্যায়ে অধিষ্ঠিত হয়েছিলো একদল হিংস্র হায়না, কেড়ে নিয়েছিলো লক্ষ্য প্রাণ, ইতিহাসের পাতায় হিংস্র নকের আঁছড়ে রচিত করেছিল এক জঘন্যতম কালো অধ্যায় সেই ২৫ শে মার্চের কালো রাত।
একটা স্বাধীনতাকামী জাতিকে পঙ্গু করার সর্বপ্রকার জঘন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছিলো বর্বর হায়নার দল। তাদের সব অপচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  প্রিয় স্বাধীনতার স্বপ্নে নিজেকে রাঙ্গিয়ে একটা জাতির মুক্তিকামী সন্তানেরা জীবনের মায়া ত্যাগ করে নিজের মাতৃভূমিকে রক্ষার্থে ঝাঁপিয়ে পরেছিলো হায়নাদের বিরুদ্ধে।
লক্ষ্য লক্ষ্য প্রাণের বিনিময়ে তিমির অন্ধকার শেষে  স্বাধীনতার স্বপ্নে অঙ্কিত করেছিলো নতুন এক রক্তাক্ত বেলাভূমির। রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিলো লাল-সবুজের পতাকা, স্বাধীন করেছি প্রিয় মাতৃৃভূমিকে__
পৃথিবীর মানচিত্রে জন্ম দিয়েছিলো একটি নাম বাংলাদেশ!! আমার পরিচয়।
স্বাধীনতার ৫৪ তম প্রহরে আজ আমরা কতটা স্বাধীন? প্রশ্ন রেখে গেলাম পাঠকের কাছে। যে স্বাধীনতার জন্য শত্রুকে নিশ্চিহ্ন করেছিলো এ জাতি, সেই স্বাধীনতায় পূর্ণতা আসুক এই কামনা।  ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা আমার অহংকার।
ফাইয়াজ ফায়েল
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ঢাকা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আমার বাংলাদেশ * স্বাধীনতার ৫৪ বছর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ