শিরোনাম
ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «    ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা আওয়ামী লীগের সক্রিয় নেতার অনুষ্ঠানে বিএনপি নেতা ইব্রাহিম   » «   

টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাসের উপহার বিতরণ 

রাজবাড়ী প্রতিনিধিঃ
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যােগে রমজান মাসের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে প্রাঙ্গনে দুই দফায় শতাধিক অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়।
উপহারের মধ্যে রয়েছে ২৫ কেজির এক বস্তা চাউল, তেল, ডাল, আলু, খেজুর, সেমাই, মুড়ি, ছোলা, চিনি।
উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহ-সভাপতি কমল কান্তি সরকার,  সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক ইউনুস আলী মুন্সী,  মহিলা বিষয়ক সম্পাদক নুরতাজ তাজিয়া, দপ্তর সম্পাদক আজাদ বিপ্লব, সমাজকল্যাণ সম্পাদক রবিউল রবি, উপদেষ্টা সুজিত কুমার সরকার  সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকে প্রতি রমজানে আমরা কিছু মানুষের মাঝে উপহার বিতরণ করি। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা দুই দফায় শতাধিক মানুষের মাঝে চালসহ নানা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * টিম রাজবাড়ী ফাউন্ডেশন * রমজান মাসের উপহার বিতরণ
সাম্প্রতিক সংবাদ