শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বালিয়াকান্দিতে ১৭টি গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৭টি গাঁজার গাছ সহ মোঃ ফজলু শেখ (৪২) নামে এক চাষীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর (গোড়ার পাড়া) গ্রামের মোঃ সৈয়দ আলী শেখের ছেলে।
বুধবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দি উপজেলার ভীমনগর মোঃ ফজলু শেখের বসত ঘরে প্রবেশ দ্বারের সামনে থেকে উদ্ধার করা হয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনজিব জোয়াদ্দার, সঙ্গীয় এসআই দেওয়ান শামীম খান, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই শেখ রাজীব হোসেন বালিয়াকান্দি থানার ভীমনগর গ্রামের মোঃ ফজলু শেখের বসত ঘরে প্রবেশ দ্বারের সামনে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যার খবরে অভিযান পরিচালনা করেন। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ ফজলু শেখকে গ্রেপ্তার করা হয়। এসময় সে তার বসত ঘরে প্রবেশ দ্বারের সামনে থেকে ৩ কেজি ওজনের ১৭টি ছোট-বড় কাঁচা গাজার গাছ সমূলে উৎপাটন করে উদ্ধার করা হয়।
তিনি বলেন, মোঃ ফজলু শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় ২০১৭ সালের ১২ জুলাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২৯ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ও ২০১৩ সালের ১ মে একটি মারামারি মামলা রয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর সনজিব জোয়াদ্দার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাঁজার গাছসহ চাষী গ্রেপ্তার * বালিয়াকান্দি
সাম্প্রতিক সংবাদ