পুঁথিগত বিদ্যা নয় কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে: এমপি সেঁজুতি
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন,পুঁথিগত বিদ্যা নয় কর্মমুখী বিদ্যার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত হতে হবে।দেশের যুব সম্প্রদায়কে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তুলতে হবে।উন্নয়নের গণতন্ত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল মন্ত্র।কারিগরির শিক্ষার উন্নতি, গ্রাম বাংলার মুক্তি,কারিগরি শিক্ষা গ্রহন করে নিজের হাতে জীবন গড়ে তুলতে হবে। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্ম- কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পুরন হবে।বঙ্গবন্ধু আজন্মকাল মানুষের সেবা নিয়োজিত ছিলেন।আপনারাই সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের গ্রহণের মাধ্যমে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করবেন।দেশের সেবায় এগিয়ে আসবেন।