গৌরনদীতে চলন্তগাড়ি থেকে ফেলে দেওয়া প্রবাসীর মৃত্যু

বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধিঃ
গৌরনদীতে চলন্ত বাস থেকে  ফেলে দেওয়া  সেই  প্রবাসি কালু সরদারের  মৃত্যু হয়েছে।  ১৫/৩/২০২৪ ইং শুক্রবার সকালে তার মৃত্যু হয়। টানা ১৪ দিন ধরে  চিকিৎসাধীন ছিলেন  তিনি। নিহত প্রবাসী কালু সরদারের  বাড়ি গৌরনদীর পিঙ্গলাকাঠি গ্রামে তার পিতার নাম সেকান্দার আলী  সরদার।
জানা যায়, সৌদি আরব  প্রবাসী কালু সরদার ৬ মাস আগে  দেশে  আসেন। ঘটনার দিন প্রয়োজনীয় কাজের জন্য  তার চাচাতো ভাই সাইদুল  কে নিয়া বরিশালে যান। কাজ শেষ  করে  বরিশাল  থেকে  ব্যাপারী পরিবহন যোগে গৌরনদীর উদ্দেশ্য  রওনা দেন। পথিমধ্যে  ভাড়া নিয়া বাসের  সুপার ভাইজারের সাথে কথা  কাটাকাটি  হলে এক পর্যায়ে তাদের  সাথে বাসের  স্টাফদের হাতাহাতি হয় এবং  কালুকে বাসের হেল্পার গৌরনদীর কটকস্হলে ধাক্কা  দিয়ে  বাস থেকে ফেলে দেয়। গুরতর আহত অবস্থায়  প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পড়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি  হলে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে  ১৪ দিন চিকিৎসা ধীন থাকার পরে  তার মৃত্যু হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গৌরনদী * প্রবাসীর মৃত্যু
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ