আগৈলঝাড়ায় দিনমজুরের বসতঘর আঘুনে পুরে ছাই
বরিশাল প্রতিনিধি :
আগৈলঝাড়ায় আঘুনে পুড়ে গেছে এক দিনমজুরের বসতঘর। ১৫/৩/২০২৪ ইং শুক্রবার বিকালে উপজেলার পয়সা গ্রামের আবুবকর বয়াতির বসত ঘরে আঘুন লাগার ঘটনা ঘটে। আঘুনে ঘরটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আঘুনের সুত্রপাত হয় বলে জানা যায়। অগ্নি কান্ডের খবর পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন আজ শনিবার দুপুরে ঘটনা স্হলে লোক পাঠিয়ে প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করেন, এবং পরিবারটিকে ঘর নির্মানে সহায়তা করবেন বলে জানান।