মদনে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে ১ শিশু নিহত, আহত ৩

নেত্রকোন প্রতিনিধি ঃ

নেত্রকোনার মদনের পশ্চিম ফতেপুর গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে দশ বছরের এক শিশু নিহত ও আরও তিন জন গুরুত্ব আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পশ্চিম ফতেপুর গ্রামের আনচু মিয়া ও আব্দুর রহিম মাঝে বাড়ি পাশের ডুবায় মাছ ধরাকে কেন্দ্র করে তর্কাতর্কি ঘটনা ঘটে। এই ঘটনার জেরে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় আসিক মিয়ার ছেলে শিশু সজীব নিহত হয়।  এবং সোলেমান (৩১) গোলাম রব্বানি( ১৭) আব্দুল হেকিম (৪৯) গুরুত্ব আহত হয়।
স্বজনরা তাদের চিকিৎসা জন‍্য মদন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ মিরাজ জানান, শিশু সজীবকে হাসপাতালে আনার আগে তার  মৃত্যু হয়েছে। বাকীদে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার  জানান, শিশুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত  ব‍্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নেত্রকোনার মদনে * মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ
সর্বশেষ সংবাদ