মধ্যনগর ৮২গ্রামের জগন্নাথ জিউর নবনির্মিত মন্দির উদ্বোধন
মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ৮২গ্রাম সমন্বিত মধ্যনগর শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রম (আখড়া)য় নবনির্মিত মন্দিরে প্রবেশ করেন শ্রীশ্রী জগন্নাথ দেব। এবং নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এ্যাড.রনজিত চন্দ্র সরকার।
১১মার্চ সোমবার দিবস ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের মূর্তি নবমন্দিরে প্রবেশ করেন। নির্মাণাধীন মন্দিরকার্য্য ২০১৯সালের মার্চের প্রথম দিকে শুরু হয় এবং এতে প্রায় অর্ধকোটি টাকা ব্যায় হয়েছে।
১৯২০সালে তৎকালীন গৌরীপুরের রাজা ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী হিন্দু সম্প্রদায়ের উপাসনার জন্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহ্যবাহী এই মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা রয়েছে। মন্দিরের ২য় পুজারী ভীমসেন ত্রিবেদী’ ও প্রথম ছিলেন তাঁর কাকাশ্রী। ৮২গ্রাম আশ্রম কমিটির প্রথম সভাপতি ছিলেন বীরেশ্বর রায় ও সাধারণ সম্পাদক নিরঞ্জন রায় তালুকদার।
১৯৮১সাল থেকে এই মন্দিরের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ জিউর আশ্রমে হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চলমান রয়েছে। জেলার সনাতনী হিন্দুসম্প্রদায়ের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান প্রতি বছরেই দোল পূর্ণিমা তিথিতে মধ্যনগর জগন্নাথ জিউর আশ্রম কমিটির উদ্যোগে ৪০প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনানুষ্ঠান উদযাপিত হয়। চলতি বছর ৪৪তম বর্ষে ২৫শে মার্চে থেকে ৫দিন ব্যাপী হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন চলমান থাকবে।
আসন্নবর্তী শ্রীমন্দির প্রতিষ্ঠা ও হরিনাম মহাযজ্ঞের সকলের আমন্ত্রণ জানিয়েছেন আশ্রম কমিটি। এতে দেশ বিদেশ থেকে সনাতনী ভক্ত প্রাণ গণদের জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আশ্রম কমিটি।