মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ 

সাভার প্রতিনিধি:
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান  করা হয়েছে ।
স্টার্ট নেটওয়ার্ক এর  আর্থিক সহায়তায় বেসরকারী সংস্থা কারিতাস ঢাকা অঞ্চলের মাধ্যমে ৩শ ৩৮ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়। পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক সৌরভ রোজারিও। বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। অনুষ্ঠান সঞ্চলনা করেন ফরিদ আহমেদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোয়াকিম গমেজ, মাইকেল রোজারিও, রনি ইগ্নেসিয়াস রোজারিও, কামরুন নাহার, গৌতম কুমার সাহা, দেব্রবত মজুমদার, জসফিন সেন্ড্রা, মো: সহিদুল্লাহ সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস উদ্দিন মোল্লাহ  বলেন, কারিতাস দীর্ঘ দিন যাবৎ সমাজের পিছিয়ে পড়া অসহায়দের নিয়ে কাজ করে আসছে। কারিতাস সবসময় জনবান্ধব একটি সংস্থা। কারিতাসের কার্যক্রমের উত্তোরউত্তর সফলতা কামনা করছি। ঝিল পাড় বস্তিতে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য কারিতাসের এ ধরনের উদ্যোগকে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে স্বপ্ন জাগিয়ে তুলবে। আর্থিক অনুদান পেয়ে ক্ষতিগ্রস্থ জনগন কারিতাসের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী ঝিলপাড় বস্তির উত্তর দিকে এক ভায়াবহ অগ্নিকান্ডে ৩শ ৫০টি ঘর পুড়ে যায় এবং ১২৬০ জন মানুয় ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সাভার