মধ্যনগরে প্রাঃসহকারী শিক্ষক সমিতির সভাপতি রজত, সাধারণ সম্পাদক শরীফ, সাংগঠনিক নাজমূল
(মধ্যনগর) সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মধ্যনগর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা কমিটি ৫টি গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষনা করেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রহমান ।
৯মার্চ শনিবার দুপুরে মধ্যনগর প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সহকারী শিক্ষক বৃন্ধের আয়োজনে শিক্ষক শ্রীবাস চন্দ্র সরকারের সভাপতিত্ব ও শিক্ষক মোঃনাজমূল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল।বিশেষ অতিথির মধ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মতিলাল গুপ্ত।প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক সাজাউর রহমান।সদস্য সচিব বেনু মজুমদার।শান্তিগঞ্জ প্রাঃবিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার।সুনামগঞ্জ সদরের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মনোহর আলী প্রমুখ।
সম্মেলনের শেষে সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ মধ্যনগর উপজেলার সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির চারটি গুরুত্বপূর্ণ পদের নাম ঘোষনা করা হয়েছে।৫জনের মধ্যে শালিয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজত কুমার তালুকদার সভাপতি,রাঙ্গামাটি সরকারী প্রাঃবিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন কান্তি তালুকদার,মাটিয়ারবন্ধ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃশরীফ মিয়া সাধারণ সম্পাদক,সাতুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,আলমপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃনাজমূল হক’কে সাংগঠনিক সম্পাদক করে নাম ঘোষনা করা হয়েছে।এবং খুব শিগ্রই ৯১সদস্য বিশিষ্ট কমিটির প্রকাশ করা ও চারটি ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে উপজেলার আওতাধীন সকল সহকারী শিক্ষকদের সদস্য করা হবে।