জাঁকজমক ভাবে বেড়বাড়াদী ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্রিয়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন। এই প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইবিথানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামকে  মাদক এবং সন্ত্রাসমুক্ত রাখতে  আয়োজন করা হয়, বেড়বাড়াদী ক্রিকেট লিগ, উক্ত ক্রিকেট লিগে আশেপাশের ইউনিয়নের ৮ টি দল নিয়ে অনুষ্ঠিত ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, ৯ই মার্চ মঙ্গলবার  বেড়বাড়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
বিশিষ্ট সমাজ সেবক মো খাইরুল ইসলাম বেল্টুর সভাপতিত্বে ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়বাড়াদী গ্রামের  সন্তান ও খাতের কলেজের প্রভাষক এবং হরিনারায়ণপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মো আমিনুল ইসলাম নাঈম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের, ক্যাম্প ইনচার্জ মো ইউসুফ আলী শাহীন, বিশেষ অতিথি ছিলেন বেড়বাড়াদী গ্রামের মো মিরাজুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার ইবি থানা প্রতিনিধি মো জুয়েল রানা, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার স্টাফ রিপোর্টার ডা মো নাজমুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আরশীনগর পত্রিকার ফটো সাংবাদিক মো রিন্টু ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আলী শাহীন বলেন মাদক ও সন্ত্রাস মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই,যুব সমাজকে তিনি খেলাধুলায় যুক্ত থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্য মো নাঈম ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ক্ষতিকর দিক থেকে বেরিয়ে এসে বেশী বেশী খেলাধুলায় আকৃষ্ট হতে হবে। ফাইনাল খেলায় শান্তিডাঙ্গা ক্রিকেট টিমকে পরাজিত করে বিজয়ী হয় হরিনারায়ণপুর ক্রিকেট টিম। খেলা শেষে বিজয়ী এবং পরাজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ক্রিকেট
সর্বশেষ সংবাদ