জোটের গুদামে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি:
একেরপর এক অগ্নি দূর্ঘটনা বেড়েই চলছে। আবারও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে মডআর্ণ পলি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত জুটের গুদামে।
শুক্রবার ৮মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে কর্ণফুলী মইজ্যারটেক মডার্ন পলির পরিত্যক্ত গোদামে আগুন লাগলে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স প্রায় ই এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ওয়ের হাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান গুদামে আগুন লেগেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সাথে সাথে এসে কাজ আরম্ভ করে। এবং এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তেমন খুব বেশি ক্ষয়ক্ষতি হতে পারেনি। ধারণা করা হচ্ছে কেউ সিগারেট খেয়ে গুদামে ফেলার কারণে এই অগ্নুৎপাতের ঘটনা ঘটে। এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী থানা দিন ইছানগর এলাকায় এস আলম সুগার মিলে আগুন লাগে।