পাবনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
স্টাফ রিপোর্টার, পাবনা
’নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) সকালে স্বাধীনতা চত্বরে সামনে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি কামরুন নাহার জলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা সদর উপজেলার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ব্যবস্থাপক শাম্মী আক্তার।