শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর সন্ত্রাসী হামলা

ঝালকা‌ঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটিতে ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর অত‌র্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
৩নং কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু জানান, ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য আমার ড্রাইভার মো. সহিদুল ইসলামকে নিয়ে অনুষ্ঠানে আসি। অনুষ্ঠান শেষে চলে যাওয়ার সময় মু. মনিরুজ্জামান মনির নামের একজন সন্ত্রাসী তার দলবল নিয়ে আমার ড্রাইভারের উপর অত‌র্কিত হামলা করে। এসময় উপস্থিত লোকজন একজনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং মনির পালিয়ে যায়।
এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ঘটনা শুনেছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইউপি চেয়ারম্যানের ড্রাইভারের উপর সন্ত্রাসী হামলা * নলছিটি
সাম্প্রতিক সংবাদ