শিক্ষকের বেত্রাঘাতের অপমান সইতে না পেরে সপ্তম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রী ইসরাত জাহান সামিয়ার (১৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তুচ্ছ বিষয়ে শিক্ষকের বেত্রাঘাতে অসুস্থ হয়ে অপমান সইতে না পেরে অভিমানে আত্মহত্যা করেছে সে।
গেল ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে উদ্দেশ্য করে ক্লাসে শিক্ষক বলেছিলেন, ভালোবাসতে হলে প্রথমে মা-বাবাকে ভালোবাসা উচিত। শিক্ষকের ওই বিষয় নিয়ে সহপাঠীদের সাথে গল্প গুজবে সামিয়ার হাস্যরস মন্তব্য (মা বাবার পাশাপাশি অন্যদের ভালবাসলে অসুবিধা কি) কৌতুকের ছলে এমন মন্তব্যকে সহপাঠীরা পরদিন বৃহস্পতিবার শিক্ষকের কাছে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক ক্লাসে গিয়ে সামিয়াকে বেত্রাঘাত করেন।
সেই ঘটনার সূত্র ধরেই সোমবার (৪ মার্চ) দুপুরে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রব মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জাহান সামিয়া (১৩) ওই বাড়ির মো. ওয়াসিমের মেয়ে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।
সামিয়ার মা নাজমুন নাহার অভিযোগ করেন, চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন তুচ্ছ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সামিয়াকে ব্যাপক মারধর করেন। পরে সে বমি করে এবং বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। তাকে কেন মারা হয়েছে জানতে চাইলে সে শিক্ষক নাজিম উদ্দিন কে অভিযুক্ত করে তাকে জিজ্ঞেস করতে বলেছিল। সে অসুস্থ থাকায় অপেক্ষা করছিলাম। কিন্তু আজ দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সামিয়া। আমি এর উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত নাজিম উদ্দিন ওই বিদ্যালয়ের কৃষি বিষয়ের শিক্ষক। সামিয়ার আত্মহত্যার ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ফোন বন্ধ পাওয়া যায়।
চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, আমি পরীক্ষার ডিউটিতে ছিলাম। শুনেছি একটি বিষয় নিয়ে শিক্ষক নাজিম উদ্দিন ওই ছাত্রীকে কয়েকটি বেত্রাঘাত করেন। তিনি আজ বিদ্যালয়ে না আসায় জিজ্ঞেস করতে পারিনি। তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। বিষয়টি জেনে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন পাটোয়ারি জানান, পুলিশ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আত্মহত্যা
সর্বশেষ সংবাদ