আগামী ৯ মার্চ শ্রীমঙ্গলে গণিত উৎসব
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
আগামী ৯ মার্চ শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত উৎসব- ২০২৪। প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব এবং চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইফতেখার মনির।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এই উৎসবের আয়োজক।
উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান জানান, এই উৎসবে মৌলভীবাজার জেলার সব উপজেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
তিনি জানান, চারটি বিভাগে প্রতিযোগিতা সম্পন্ন হবে:
১. প্রাথমিক বিভাগ- তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. নিম্ন মাধ্যমিক বিভাগ- ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।
৩. মাধ্যমিক বিভাগ- নবম ও দশম শ্রেণি।
৪. উচ্চ মাধ্যমিক বিভাগ- একাদশ ও দ্বাদশ শ্রেণি।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৪ মার্চ রাত ১২টার মধ্যে একটি নির্ধারিত গুগল ফরমে আবেদন করতে হবে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে গিয়ে নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে সাবমিট করতে হবে।