শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ন উদ্ধার করেছে বিজিবি

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা মাঠিলা সীমান্ত এলাকা থেকে ৫ কেজি স্বর্ন উদ্ধার করেছে। শনিবার দুপুরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৮ বিজিবি’র অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরীর নির্দেশে হাবিলদার শাহানুর সঙ্গীয়ফোর্স নিয়ে মাঠিলা সীমান্ত এলাকা থেকে ৫ কেজি ওজনের ৫টি স্বর্নের বার উদ্দার করে।

৫৮ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে ৫১ নং পিলারের কাছে চোরাকারবারীরা জমিতে কৃষি কার করা অবস্থায় বিজিবির বিশেষ টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা একটি প্যাকেট ফেলে ভারতে পালিয়ে যায়।

পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাসী করে ৫ কেজি ওজনের ৫টি স্বর্নের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃত ৫ কেজি স্বর্নের আনুমানিক মুল্য প্রায় ৪ কেটি ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বিজিবি * মহেশপুর
সাম্প্রতিক সংবাদ