বিপিএলের ফাইনালে বরিশালে উৎসবের আমেজ

বরিশাল প্রতিনিধিঃ

শ্রেষ্ঠত্ব ধরে রাখবে কুমিল্লা না আক্ষেপ ঘুচবে বরিশালের? সেই প্রশ্নের জবাব মিলবে আজ। টানা ৪৫ ম্যাচের লড়াই শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের শিরোপা কার হাতে উঠবে সে নিয়ে সর্বত্র চলছে আলোচনা।

আজকের শিরোপা নির্ধারনী ম্যাচ নিয়ে বরিশাল জুড়ে চলছে উৎসবের আমেজ। বড় পর্দায় খেলা দেখতে পাড়া-মহল্লায় চলছে প্রস্তুতি। বরিশাল নগরীর একমাত্র সিনেমা হল অভিরুচি কর্তৃপক্ষও ফাইনাল খেলা বড় পর্দায় দেখার উদ্যোগ নিয়েছে। যদিও দর্শকদের ৫০ টাকার বিনিময়ে টিকেট কেটে খেলা দেখতে হবে বলে জানিয়েছেন সিনেমা হলটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রেজাউল কবির।

তিনি জানান, বানিজ্যিক চিন্তা থেকে নয়। শুধুমাত্র বরিশালের দর্শকদের কথা চিন্তা করেই ৮০ টাকা নির্ধারণের পরেও টিকেটের মূল্য ৫০ টাকা করে সকলে যাতে খেলা উপভোগ করতে পারে সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর বরিশাল বিভাগজুড়ে আনন্দ-উৎসব শুরু হয়। আজ দলবদ্ধভাবে বড় পর্দায় ফাইনাল খেলা দেখতে ইতোমধ্যে প্রজেক্টরের চাহিদা বেড়েছে কয়েকগুন।

নগরীর কাউনিয়া প্রধান সড়কের ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের মধ্যে চাঁদা তুলে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার উদ্যোগ নিয়েছে। শুধু কাউনিয়া এলাকাতেই নয়। নগরীর বেশীরভাগ পাড়া মহল্লায় বড় পর্দায় আজকের খেলা দেখার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিভিন্ন জনের সাথে কথা বলে জানা গেছে, তারা আশা করছেন এবার তাদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে। বিপিএলের এবছরের কাপ বরিশালেই আসবে বলে তারা মনেপ্রানে বিশ্বাস করছেন। এদিকে ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করেছে ফাইনাল ম্যাচের সময়ও।

বিসিবি জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যে সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার।তবে ফাইনালে দুই ইনিংসে বিরতি থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণত ১০ মিনিট ইনিংস বিরতি থাকে টি-২০ ক্রিকেটে, তবে ফাইনালে এই বিরতি ২০ মিনিটের।

বিসিবি আরও জানায়, রাত ৮টার মধ্যে প্রথম ইনিংস সম্পন্ন করে ৮টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ইনিংস, ম্যাচ শেষ হওয়ার কথা রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে।বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি।সাতটি দল নিয়ে শুরু হওয়া বিপিএলের এবারের আসরে প্লে-অফে কোয়ালিফাই করেছিলো চারটি দল। ১২টি করে ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষে থেকে রংপুর, ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা এবং ৭টি করে জয়ে ১৪ করে পয়েন্ট নিয়ে বরিশাল ও চট্টগ্রাম নিশ্চিত করেছিলো তাদের প্লে-অফ।

তবে গত সোমবার বাঁচা-মরার লড়াইয়ে এলিমিনেটর ম্যাচে বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে শুরুতেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা। বাকি ছিলো দ্বিতীয় কোয়ালিফায়ারের যুদ্ধের। সেখানে রংপুরকে বেশ ভালোভাবেই হারিয়ে শিরোপার লড়াইয়ের মঞ্চে উঠে বরিশাল।

এখন শেষ লড়াইয়ে জয়ী হবে কে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে সমীকরণের হিসেব মেলাতে বসেছেন অনেকেই। কারণ প্রথম ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যেই শ্রেষ্ঠত্বের খেতাব জিতেছে চারবার। আর বিপিএলে বরিশাল এর আগে ফাইনাল খেললেও ঝুলিতে নেই ট্রফি। তাই এবার শেষ লড়াইটাও জমবে বেশ, এমনটাই ধারণা সকলের।

প্রসঙ্গত, আজ শুক্রবার (১ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের এবারের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বরিশালে উৎসবের আমেজ * বিপিএলের ফাইনালে
সর্বশেষ সংবাদ