ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, আটক-৩৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। এসময় ৩৬ জন দাঙ্গাবাজকে আটক করেছেন পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহতরা হলেন-কাউসার (৪২), মুখলেস (২৯), মোহন (২৫), জহুরুল হক (৩২), আব্দুল্লাহ (২৫), ছোট্ট মিয়া (৫৫), মিলন মিয়া (২৩), রিপন মিয়া (২৯), জাকির মিয়া (২৮), রিপন মিয়া (২২), আব্বাস আলি (৪৫), তানভীর (২২), আশু মিয়া (৪২), শফিকুল (৩২), রফিক (৩৮), জসিম (৩২), রিপন (২৮), আবু লাল (৪০), কাউসার (১৪), আবন মিয়া (৩০), জয়নাল (৪০), লুৎফুর (৩০), সাদেকুল (৪০), নাজমুল (২০), ওহিদ (৪০), তারেক (২০), রামিত (৩০), জসিম (২০), সিরাজ (৪৫), কুশনাহার (৪০), রাসেল (১৪), নাসির মিয়া (৪৫), ফায়েজ মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুল্লাহ (২৭), আবু তাহের (৯০), মোশাররফ (৩০), সাকিব (১৮), মিলন (২৮), মনা মিয়া (১৮), নাঈম (১৫), হাকিম (৩০), শামীম (৩০), আবুল হোসেন (৩৫), মোজাম্মেল (২৫), মামুন (৩৫) ও আজগর (৪০)। মোট ৪৭ জনের নাম জানাযায়।
স্থানীয়রা জানায়, স্থানীয় ইউপি সদস্য কাউছার মেম্বারের মেয়ের সাথে জয়নাল মেম্বারের ভাতিজার বিয়ের বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিলো। উভয়ে ছেলে – মেয়ে বুল্লা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। গত দুইদিন পূর্বে কাউছার মেম্বারের লাউক্ষেত রাতের আঁধারে কর্তনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
এরপর সন্দেহের বশীভূত হয়ে বুধবার সকালে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে । এ পর্যন্ত উভয় পক্ষের ৩৬ জনকে আটক করে কোর্ট মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।