শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের চারদিনব্যাপী শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব

 নিজস্ব প্রতিবেদক :
আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের চারদিনব্যাপী শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব শুরু হচ্ছে।
অদ্য শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ২০২৪) বিকাল ৫টায় শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময়সভায় চারদিনব্যাপী এই মহোৎসব সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
শ্রীমঙ্গলের উত্তর উত্তরসুরস্থ শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে আয়োজিত এ মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন জহর তরফদার, সুদীপ দাস রিংকু, দীলিপ কুমার বর্ধন, শিবেন্দু কুমার পাল, অরুণ দেবনাথ, জয়ন্ত দেবনাথ, বাসুদেব পাল ও শুধাংশু পালসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শুভ দ্বারোদঘাটন * শ্রীমঙ্গলে শ্রীশ্রীপ্রভু জগদ্বন্ধু আশ্রম * শ্রীশ্রীবিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব
সাম্প্রতিক সংবাদ