ফুলবাড়ীতে সাড়ে সাত কোটি টাকার অধিক মুল্যের মাদক ধ্বংস করলো বিজিবি
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-ঠাকুরগাঁও জেহলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কর্তৃক আটক মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয় মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয় । জব্দকৃত সাত কোটি টাকা ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি।
এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টও কমান্ডার কর্নেল রাশেদ আসগর পিএসসি, জি, ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আহসান উল ইসলাম, ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ বি এম জাহিদুল কবির সহ অন্যন্য কর্মকর্তাগন ও র্যাব সদস্য, থানাপুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধিজন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেন্সিডিল,এমকেডিল, গাজা, দেশি-বিদেশি মদ, নেশাজাতীয় ইনজেকশন ও টেবলেট, হেরোইন, যৌন উত্তেজক সিরাপ, মদ তৈরির টেবলেট, পাউডার, ভারতীয় বিড়ি, ইয়াবা, বিড়ালের ভেকসিন, হোমিও সিরাপ ইত্যাদি।
১৬ ডিসেম্বর/২২ইং থেকে ৩১শে জানুয়ারি/২৪ইং পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটক বিপুল পরিমান মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি বলেন ,এই বিপুল পরিমান মাদক আটক এবং ধ্বংস করা থেকে বোঝা যায় দেশে মাদকের চাহিদা রয়েছে। যেকারনে মাদক চোরাচালান প্রতিনিয়ত বাড়ছে। গডফাদারেরা ধরাছোয়ার বাহিরে থেকে বেকার যুবক ও শিশুদেরকে ব্যবহার করছে। মাদক আনতে গিয়ে অনেকে নিহত ও আহত হচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের প্রতি জিরো টলারেন্স দেখিয়ে সকলকে সচেতন করা সহ মাদকের কুফল সম্পর্কে তুলে ধরছি।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র্যাব সদস্য, থানাপুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধিজন উপস্থিত ছিলেন।