মদনে সাজ্জাদুল হাসান এমপির মতবিনিময় সভা ও বসন্তের পিঠা উৎসবে উদ্ভোধন
নেত্রকোনা প্রতিনিধি ঃ
নেত্রকোনার মদন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন সাজ্জাদুল হাসান এমপি।শনিবার বিকালে মদন উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে মুক্তমঞ্চে নবনির্বাচিত এমপি কে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে বরণ করা হয়। আয়োজিত মতবিনিময় সভায় নেতা কর্মীদের উদ্দেশ্যে এম পি সাজ্জাদুল হাসান বলেন, আমি মদন বাসির নিকট কৃতজ্ঞ, উনারা আমাকে বিপুল ভোটে জয়ী করার জন্য।
জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞা প্রকাশ করছি। তিনি আমাকে সুযোগ না দিলে আমি আজ এ পর্যায়ে আসতে পারতাম না।আমি মদন ও খালিয়াজুরীর চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে আমি সর্বাত্বক চেষ্টা করবো। সবাইকে বঙ্গবন্ধুর আর্দশ জনগনের কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শেফালী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী, আ’লীগ নেতা মমতাজ হোসেন চৌধুরী, যুব লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কলেজ ছাত্র লীগের আহব্বায়ক এসএম আক্রাম হাসান প্রমূখ।
এর পূর্বে এমপি সাজ্জাদুল হাসান উপজেলা প্রশাসনের আয়োজিত বসন্তের পিঠা উৎসব উদ্ভোধন করে, বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মোঃ শাহ আলম মিয়া ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। তৃতীয় লিঙ্গের সংগঠন ত্রিনয়নের পক্ষ থেকে এমপি কে শ্রদ্ধা স্সারক প্রদান করা হয়। পরিশেষে বসন্তের পিঠা উৎসবে মনোজ্ঞ সাস্কৃর্তিক অনুষ্ঠানে উপভোগ করেন।