শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ভালোবাসা দিবস যেভাবে কাটাবেন ‘সিঙ্গেলরা’

ছবি: সংগৃহীত

বসন্ত আসতে থাকলেই প্রকৃতির সঙ্গে রঙিন হয়ে ওঠে আমাদের চারপাশের লোকজনও। বইমেলা, ক্যাম্পাস বা পার্ক, শাড়ি আর পাঞ্জাবি পরে হাঁটতে থাকা রংবেরঙের যুগল আপনাকে প্রতিনিয়ত মনে করিয়ে দিতে থাকে, বসন্ত এসে গেছে!

তবে এই বসন্ত সবার জীবনে সমানভাবে আসে না, বরং কিছু কিছু মানুষের কাছে এই বসন্ত হয়ে ওঠে শ্রাবণের আকাশের মতোই রাশভারী। গোলাপ, চকলেট বা আলিঙ্গন দিবস আসার সঙ্গে সঙ্গে সিঙ্গেল লোকজনের হাহাকারে সিক্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

ভ্যালেন্টাইনের দিন তো অনেকে বলেই বসে, এ বছরেও এই দিনে সিঙ্গেল, এই জীবনের কী মানে? অথচ সিঙ্গেল থাকা মানে জীবনের শেষ নয়, এমনকি সিঙ্গেল থাকা মানে ভ্যালেন্টাইনও শেষ নয়।

বরং চমৎকার কিছু কাজের মাধ্যমে আপনিও দিনটাকে করে তুলতে পারেন সুন্দর ও আনন্দময়।

এবার জেনে নেওয়া যাক ভ্যালেন্টাইনস ডে তে সিঙ্গেলরা যেভাবে সুন্দর সময় কাটাতে পারেন –

১. ঘুমের বিকল্প আর কি হতে পারে! সিঙ্গেলরা যারা ঘুমোতে পছন্দ করেন, তারা জমিয়ে লম্বা একটা ঘুম দিতে পারেন এ বিশেষ দিনটিতে।

২. বন্ধু বা বান্ধবীদের কেউ প্রেমিক-প্রেমিকা নিয়ে ঘুরছে, আর একটু পর পর ফেসবুকে ছবি আপলোড করছে, তাদের দেখে হতাশ হওয়ার কিছু নেই। আপনিও বেরিয়ে পড়ুন না সিঙ্গেল কোন বন্ধু বা বান্ধবীকে নিয়ে। এতে দু’জনেরই ভালো সময় কাটবে।

৩. নিজের জীবনে যা কিছু ভালো কাজ করেছেন সেসব নিয়ে ভাবতে পারেন কিংবা নতুন করে কিছু করার পরিকল্পনা করতে পারেন।

৪. সিঙ্গেল বন্ধুদের নিয়ে ডিনারের আয়োজন করতে পারেন।

৫. প্রায়ই ভাবছেন, কিন্তু করা হয়ে উঠছে না, নিজের পছন্দের এমন কোন কাজ করে ফেলতে পারেন এ দিনটিতে।

৬. পছন্দের উপন্যাস পড়ে শেষ করতে পারেন অথবা কিছু মুভিও দেখে ফেলতে পারেন। ভালো সময় কাটবে।

৭. পরিবার থেকে দূরে থাকলে কাউকে না জানিয়ে বাড়ি চলে যেতে পারেন। এতে পরিবারকে একটি সারপ্রাইজও দেওয়া হবে, আপনারও আনন্দঘন কিছু সময় কাটবে।

৮. ইবাদাত বন্দেগীতে মশগুল হতে পারেন।

৯. নিজের গ্রাম কিংবা শহর একা একা কিংবা আপনারই মত সিঙ্গেল বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে দেখতে পারেন।

১০.আগামী বছরের ভালোবাসা দিবস নিয়ে বিভিন্ন পরিকল্পনা সাজাতে পারেন। বলা তো যায় না, কেউ হয়ত অপেক্ষা করে আছেন আপনারই জন্য!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ভ্যালেন্টাইনস ডে
সাম্প্রতিক সংবাদ