হয় মাদক ছাড়ুন,না হয় এলাকা ছাড়ুন” – এড. শাহীন
মাদককে না বলুন, মাদকের কারনে যুব সমাজ ধ্বংশ হয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের ওয়াদ্দা দিঘীর পশ্চিম পাড়ে “রূপবানের বনবাস”নাটক মঞ্চস্হ হয়।
নাটক উদ্ধোধনী অনুষ্ঠানের ১ম পর্বে মাদকের ক্ষতিকর দিকগুলো বর্ণনা করতে গিয়ে এড.তোফাজ্জল হোসেন শাহীন যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন “হয় মাদক ছাড়ুন,না হয় এলাকা ছাড়ুন”। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আপনাদের কারনে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে আমরা তা হতে দিতে পারি না। পৌরসভার ১ নং ওয়ার্ড থেকে শুরু হবে মাদকের বিরুদ্ধে অভিযান।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আহসান উল্লাহ, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড.জাকির হোসেন খান মামুন,উপজেলা শ্রমীকলীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান সরকার,দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাদিউল আলম মোড়ল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজহার হোসেন মিলন, মকবুল হোসেন,শ্রী দুলাল কর,রাসেল প্রধান ছাত্রনেতা অপু,জাকির হোসাইন,নাসিরসহ প্রমুখ।