প্রকাশ্যে গাঁজা সেবনের সময় আটক ২ যুবকের ১৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগে মাদকাসক্ত ২ যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করার অপরাধে আলাদা ভাবে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করে কারাগারে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১২ ই ফেব্রুয়ারি সকালে সেনবাগের ডমুরিয়া গ্রামের হাজারি  বাড়ির (বেলাল মেম্বারের বাড়ির)  নিজ নিজ বসতঘর থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ শাহাদত হোসেন (৩১) সেনবাগ ডুমুরিয়া গ্রামের হাজারি বাড়ী(বেলাল মেম্বারের বাড়ি) শহিদ  উল্লার ছেলে। অপর আসামি মোঃ কাশেম (৪০) সেনবাগ থানার একই গ্রামের একই বাড়ির মৃত করিম মিয়ার ছেলে।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকাসক্ত ২ যুবকের প্রকাশ্যে মাদক (গাঁজা) সেবনের খবর পেয়ে মোঃ আব্দুর রশিদ, উপ-পরিদর্শক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর নেতৃত্বে আমাদের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবন অবস্থায় তাদের বসত বাড়ি থেকে দুই যুবককে আটক করে।
আটক পরবর্তী আসামিদেরকে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলে বিজ্ঞ সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ভূমি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে দুই আসামিকে আলাদাভাবে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০ টাকা করে অর্থদন্ডে দন্ডিত করে কারাগারে প্রেরণ করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কারাদণ্ড
সর্বশেষ সংবাদ